
|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে তামাই মাঠে অনুষ্ঠিত হলো “ফুটসাল চ্যাম্পিয়ন লীগ ২০২৫”-এর বর্ণাঢ্য উদ্বোধনী ম্যাচ ও সংবর্ধনা অনুষ্ঠান। তামাই ক্রীড়া এসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) রাতে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ১৬টি জেলার দল অংশগ্রহণ করে, যা স্থানীয় ক্রীড়া অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বিএনপির রাজশাহী বিভাগের সহ–সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।
তিনি বলেন, “তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে খেলাধুলার বড় ভূমিকা রয়েছে। মাঠমুখী তরুণ সমাজই দেশের সম্পদ। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মাদক, অপরাধ ও কুসংস্কার থেকে দূরে রাখতে সর্বোচ্চ সহায়ক ভূমিকা পালন করে।”

অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়—
বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলীকে।
তাকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংবর্ধনা গ্রহণকালে তিনি বলেন,
“তামাই ক্রীড়া এসোসিয়েশন স্থানীয় যুবসমাজকে সংগঠিত ও আলোকিত করতে যে ধারাবাহিক আয়োজন করে যাচ্ছে, তা প্রশংসনীয়। খেলাধুলা মানসিক বিকাশ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি বাড়ায়—এই আয়োজন তার প্রমাণ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নান্নু আকন্দ, শাহীন হাফেজ, আলহাজ্ব আব্দুল আজিজ সরকার, হাফিজ শেখ, আলহাজ্ব আব্দুল মজিদ বাবলু, এবাদুর রহমান রাজা, মফিজুল ইসলাম, ইঞ্জিনিয়ার শেখ ইউসুফ আলী, জাহাঙ্গীর আলম জুপিটার ও জাকারিয়া শেখ।
তারা সবাই বলেন, এ ধরনের আঞ্চলিক ক্রীড়া আয়োজন শুধু বিনোদন নয়, বরং তরুণদের সৃজনশীলতা, দলগত চেতনা ও নেতৃত্বের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও তামাই ক্রীড়া এসোসিয়েশনের পাশে থাকার আশ্বাস দেন তারা।
উদ্বোধনী খেলাকে কেন্দ্র করে তামাই মাঠে স্থানীয় দর্শকের উপচে পড়া ভিড় দেখা যায়।
বিভিন্ন বয়সী ক্রীড়ানুরাগী ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে খেলোয়াড়দের উৎসাহ যুগিয়েছেন। রাতে মাঠজুড়ে ছিল আলো ও সাউন্ড সিস্টেমের বিশেষ আয়োজন, যা পুরো অনুষ্ঠানকে দিয়েছে উৎসবের আবহ।
উদ্বোধনের আগে জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ওড়ানো এবং স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
তামাই ক্রীড়া এসোসিয়েশনের সদস্যরা জানান—“স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখা, মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ সাংস্কৃতিক বিকাশ ঘটানোই আমাদের প্রধান উদ্দেশ্য। আগামী বছরগুলোতেও আরও বড় পরিসরে ফুটসাল লীগ আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
