বৃহস্পতিবার, নভেম্বর ১৩

পানছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরিষা বীজ ও সার বিতরণ।

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||

২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে পানছড়ি উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিতরণকালে পানছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ইব্রাহিম খলিল উপস্থিত ছিলেন।

এ সময় পানছড়ি উপজেলার ৫টি ইউনিয়নের মোট ২৪০ জন কৃষকের মাঝে জন প্রতি ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

বিতরণকালে অন্যান্যদের মাঝে উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অরুনাঙ্কর চাকমা, পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সরকারের কৃষিবান্ধব নীতির অংশ হিসেবে কৃষকদের উৎসাহ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা প্রদান করা হয়েছে, যা রবি মৌসুমে তেলবীজ উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *