
ইঞ্জিনিয়ার এবং আর্কিটেকদের জন্য ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশন খুবই গুরুত্বপূর্ণ _উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
|| নিজস্ব প্রতিবেদক ||
লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং আর্কিটেকচার বিভাগের যৌথ উদ্যোগে ‘Introduction to BSRM to Fresh Engineers’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) দুপর ১২টায় লিডিং ইউনিভার্সিটির রাগীব আলী ভবনের গ্যালারী ১ এ অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম এবং আর্কিটেকচার প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে এসময় তিনি বলেন, বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ততা এবং যোগাযোগ স্থাপনসহ নির্মাণ সামগ্রীর স্থায়িত্ব সম্পর্কেও শিক্ষার্থীদের জানা প্রয়োজন। তাহলে তারা থিউরিটিক্যাল শিক্ষার পাশাপাশি প্র্যাক্টিকেল জ্ঞানার্জন করতে পারবে। ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের নিয়ে এধরনের একটি গুরুত্বপূর্ণ সেশনের আয়োজন করার জন্য তিনি লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার বিভাগ ও বিএসআরএম -এর কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
সেমিনারে আলোচক হিসেবে টেকসই অবকাঠামো তৈরিতে উন্নত নির্মাণ উপাদান এবং সঠিক পরিকল্পনা গ্রহণে সিভিল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন বিএসআরএম এর প্রোডাক্ট ইঞ্জিনিয়ার ইমরান হোসেন।
এই সেশনে তিনি স্নাতক শিক্ষার্থীদের নির্মাণ খাতে বিএসআরএমের অবদানের সাথে পরিচয় করিয়ে দিয়ে, ইস্পাত শিল্পে উদ্ভাবন, পণ্যের গুণমান এবং টেকসই উন্নয়নের উপরও আলোকপাত করেন।
সেশনে আলোচিত মূল বিষয়গুলির মধ্যে ছিল: 𝗖𝗼𝘂𝗽𝗹𝗲𝗿 𝘀𝘆𝘀𝘁𝗲𝗺𝘀, 𝗘𝗽𝗼𝘅𝘆-𝗰𝗼𝗮𝘁𝗲𝗱 𝗥𝗲𝗯𝗮𝗿𝘀, 𝗙𝗮𝘀𝘁 𝗕𝘂𝗶𝗹𝗱 𝘀𝗼𝗹𝘂𝘁𝗶𝗼𝗻𝘀, 𝗮𝗻𝗱 𝗕𝗮𝗿 𝗕𝗲𝗻𝗱𝗶𝗻𝗴 𝗦𝗰𝗵𝗲𝗱𝘂𝗹𝗲 𝗼𝗽𝘁𝗶𝗺𝗶𝘇𝗮𝘁𝗶𝗼𝗻, এই সবই শিল্প জুড়ে নির্মাণ দক্ষতা এবং নিরাপত্তা বৃদ্ধির জন্য BSRM-এর নিষ্ঠার প্রতি আলোকপাত করে।
লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার অমিত চক্রবর্তীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং আর্কিটেকচার বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সেমিনারটি শিক্ষার্থীদের জন্য তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব-বিশ্বের শিল্প অনুশীলনের সাথে সংযুক্ত করার এবং আধুনিক নির্মাণ উপকরণ এবং কৌশল সম্পর্কে গভীর ধারণা অর্জনের একটি চমৎকার সুযোগ করে দিয়েছে।
তিনি লিডিং ইউনিভার্সিটির ভবিষ্যৎ প্রকৌশলী এবং স্থপতিদের জন্য এমন একটি তথ্যবহুল এবং অনুপ্রেরণামূলক অধিবেশন আয়োজনে সহায়তা করার জন্য বিএসআরএমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া এবং আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মহসিন আলী। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক ও সিই ফ্যামিলির উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাফর আহমেদ লিমন।
লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফাইজা বাসিসা কোরেশীর সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য প্রদান করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাব্বির আহমেদ ওসমানী এবং বিএসআরএম এর সেলস ম্যানেজার নিয়াজ মোর্শেদ। সেমিনারে সিই ফ্যামিলির সহ-উপদেষ্টা মো. গোলাম শাহরিয়া ভূঁইয়া এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং আর্কিটেকচার বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
