শুক্রবার, নভেম্বর ১৪

শিবালয়ে স্কুলবাসে অগ্নিসংযোগ: সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৯

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর সন্ধ্যায় শিবালয় উপজেলার উথলী মোড়ে সারমানো সিএনজি পাম্পের পাশে রাখা একটি স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস মালিক সিয়াম ইদ্রিস বাদী হয়ে শিবালয় থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রথমে পাঁচজনকে গ্রেপ্তার করে, পরবর্তীতে আরও চারজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শিবালয় উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার (৪০), আওয়ামী লীগ নেতা লিটন খান (৫২), মিজান খন্দকার (৪৮), নিজাম উদ্দিন (৪৯), শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের সদস্য রেজাউল করিম লাভলু (৪৮), আশরাফ হোসেন আখের (৫৫), রিফাত হোসেন (২২), আব্দুল কাদের (৫৪) এবং বিএম আকরাম হোসেন মজনু (৪২)।

শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মানবেন্দ্র গণমাধ্যমকে জানান, “অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে এ পর্যন্ত মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *