শুক্রবার, নভেম্বর ১৪

খুলনায় এনসিপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা জেলা ও মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে শহরের টাইগার গার্ডেন সংলগ্ন এনসিপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি দলীয় কার্যালয়ে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর ও নষ্ট করে। স্থানীয়রা শব্দ শুনে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।

ঘটনার পরপরই এনসিপি নেতাকর্মীরা কার্যালয়ে উপস্থিত হয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

দলীয় সূত্রে জানা যায়, একইদিন আওয়ামী লীগের ঘোষিত “শাট ডাউন” কর্মসূচি চলাকালে রাজধানীসহ বিভিন্ন স্থানে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়েও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানায়, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *