
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনায় চলন্ত ইজিবাইকের মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে সুরাইয়া (২২) নামের এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে নগরীর বয়রা বাজার শেরের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া যশোরের অভয়নগর উপজেলার হিতিয়া এলাকার মো. আতিয়ার মোল্লার মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সুরাইয়া অভয়নগর থেকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ইজিবাইকে ওঠেন তিনি। পথে বয়রা বাজার এলাকায় চলন্ত ইজিবাইকের মোটরের সঙ্গে তার গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায়। এতে শ্বাসরুদ্ধ হয়ে সুরাইয়া নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”
নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
