শুক্রবার, নভেম্বর ১৪

খুলনাসহ ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

দেশের ১৫টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে শনিবার (৮ নভেম্বর ২০২৫) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের তাদের বর্তমান পদ থেকে বদলি বা পদায়ন করে সংশ্লিষ্ট জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে নতুন জেলা প্রশাসকরা হলেন—

১. আহমেদ কামরুল হাসান (১৫৯০৪) — জেলা প্রশাসক, বাগেরহাট থেকে বদলি হয়ে নোয়াখালীতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন।

২. আবু হাসনাত মোহাম্মদ আরেফীন (১৫৯০৬) — জেলা প্রশাসক, কুষ্টিয়া থেকে বদলি হয়ে হবিগঞ্জে জেলা প্রশাসক।

৩. মো. আজাদ জাহান (১৫৯১৫) — জেলা প্রশাসক, ভোলা থেকে বদলি হয়ে গাজীপুরে পদায়ন।

৪. মোহাম্মদ শফিউল আলম (১৫৯৬২) — জেলা প্রশাসক, বরগুনা থেকে বদলি হয়ে ঢাকায় জেলা প্রশাসক হিসেবে নিয়োগ।

৫. মুহাম্মদ নজরুল ইসলাম (১৫৯৮৭) — জেলা প্রশাসক, সিরাজগঞ্জ থেকে বদলি হয়ে গাইবান্ধায় পদায়ন।

৬. সন্দ্বীপ কুমার সিংহ (১৬০৪২) — প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, সিলেট থেকে বদলি হয়ে বরগুনায় জেলা প্রশাসক।

৭. মো. তৌফিকুর রহমান (১৬১৪৬) — জেলা প্রশাসক, খুলনা থেকে বদলি হয়ে বগুড়ায় জেলা প্রশাসক হিসেবে পদায়ন।

৮. মো. আমিনুল ইসলাম (১৬২১৩) — সচিব (উপসচিব), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন থেকে সিরাজগঞ্জে জেলা প্রশাসক।

৯. মো. আব্দুল্লাহ আল মাহমুদ (১৬৪২০) — উপদেষ্টার একান্ত সচিব, বাণিজ্য মন্ত্রণালয় থেকে মাগুরায় জেলা প্রশাসক হিসেবে পদায়ন।

১০. আবু সাঈদ (১৬৪৯৭) — উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পিরোজপুরে জেলা প্রশাসক হিসেবে পদায়ন।

১১. মিজু আফরোজা আখতার (১৬৫০৬) — জোনাল সেটেলমেন্ট অফিসার, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, পাবনা থেকে সাতক্ষীরায় জেলা প্রশাসক।

১২. গোলাম মো. বাতেন (২০৫১২) — উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, ফেনী থেকে বদলি হয়ে বাগেরহাটে জেলা প্রশাসক।

১৩. আ. স. ম. জামশেদ খোন্দকার (১৬৫৩২) — প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর একান্ত সচিব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে খুলনায় জেলা প্রশাসক হিসেবে পদায়ন।

১৪. মো. ইকবাল হোসেন (১৬৬১২) — পরিচালক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে কুষ্টিয়ায় জেলা প্রশাসক।

১৫. ডা. শামীম রহমান (১৬৬১৬) — উপসচিব, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ভোলায় জেলা প্রশাসক হিসেবে পদায়ন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব রায়হান আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের নতুন দায়িত্বে যোগ না দেওয়া পর্যন্ত বর্তমান দায়িত্বেই বহাল থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *