
|| নিজস্ব প্রতিবেদক ||
বাংলার রুমি সৈয়দ আহমদুল হক প্রতিষ্ঠিত “আল্লামা রুমি সোসাইটি, চট্টগ্রাম”-এর প্রতিষ্ঠাকালীন মহাসচিব রুমি-প্রেমিক সৈয়দ মুহাম্মদ সিরাজুদ্দৌলা’র আজীবন সম্মাননা ও খেতাব প্রদান অনুষ্ঠান আগামীকাল সোমবার (১০ নভেম্বর) চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ-এর উদ্যোগে এদিন সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের লালখান বাজারস্থ রুমি সোসাইটি আবাসিক এলাকা ‘রুহ-আফজা কুটিরে’ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ-এর উপদেষ্টা এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোঃ মিজানুর রহমান। সভাপতিত্ব করবেন আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান। এছাড়াও শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক ও সোসাইটির অন্যান্য সদস্যসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
রুমি সোসাইটির প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলার রুমি শাহসুফি সৈয়দ আহমদুল হকের সাহচর্যে থেকে সৈয়দ মুহাম্মদ সিরাজুদ্দৌলা তাঁর দীর্ঘ যাত্রায় রুমি দর্শন চর্চা ও প্রচার, শিক্ষা, সাহিত্য, সামাজিক উন্নয়ন এবং আধ্যাত্মিক মূল্যবোধ জাগরণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে আজীবন সম্মাননা এবং সম্মানসূচক খেতাব প্রদান করা হবে।
