শুক্রবার, নভেম্বর ১৪

দায়িত্ব না নিয়ে পদত্যাগ পত্র পাঠালেন ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু)-এর প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌস রহমান পদত্যাগ করেছেন।

আজ বুধবার (০৫ নভেম্বর) বিকেলে ড. ফেরদৌস রহমান নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমি চাপ নিতে পারব না। আমি গতকালকেই অপারগতার কথা জানিয়েছি। এর আগে আমার বিভাগীয় প্রধানের দায়িত্ব শেষ হওয়ার এক বছর আগেই আমি দায়িত্ব ছেড়ে দিই।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ বলেন, কেউ কমিশনে থাকতে চান না। তবে ভিসি স্যার আশা করি সবাইকে রাজি করাবেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১১৬ তম জরুরি সিন্ডিকেট সভা ৬ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। অন্যান্য সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ শাহজামান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মাসুদ রানা, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহ্সীনা আহসান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হাসান আলী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *