
|| নিজস্ব প্রতিবেদক ||
সরকারি প্রাইমারি স্কুলের ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি না করা সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা ধর্ম বিদ্বেষীদের ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর (ভারপ্রাপ্ত) অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া।
গতকাল দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, জন আকাঙ্ক্ষার প্রতি দৃষ্টি না দিয়ে অহেতুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে মানুষের মধ্যে সরকারবিরোধী মনোভাব সৃষ্টি করেছে ষড়যন্ত্রকারী মহল। সেই প্রজ্ঞাপন সরকার তাওহিদী জনতার প্রতিবাদের মুখে নিয়োগ বন্ধ করেছে। তবে তাওহীদি জনতার এ দাবিও ছিল-সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো চচ্ছে-সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন প্রজ্ঞাপন এখনও পর্যন্ত জারি করা হয়নি।
অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়ার জোর দাবি জানিয়েছেন।
