
|| রাশিদুল ইসলাম (রাসেল) ||
আমরা বহির্বিশ্বের দিকে তাকালে দেখতে পাই বিভিন্ন উন্নয়নের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে কারিগড়ি দক্ষতাসম্পন্ন জনশক্তি। এজন্য উন্নত দেশ গড়তে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। একজন কারিগরি শিক্ষায় শিক্ষিত বা দক্ষ নাগরিক দেশের সম্পদ। আর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), যা হাতে কলমে শিক্ষার একমাত্র কেন্দ্র।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তাঁতশিল্পের করুণদশার ফলে যুবসমাজের অনেক তরুণ-তরুণী কর্মহীন দিনাতিপাত করছে। আমাদের এই কর্মহীন ভাই-বোনদের কথা ভেবেই বলতে হচ্ছে, বেলকুচিতে একটি (টিটিসি)-এর ভিষণ প্রয়োজন। যা আমাদের যুবসমাজ এবং কর্মহীন ভাই-বোনদের দক্ষ হয়ে উঠার মূল কারণ হতে পারে। যেখানে সুইং মেশিন অপারেট, কম্পিউটার ট্রেনিং, ড্রাইভিং এবং জাপানিজ, কোরিয়া ও চাইনিজ এবং বিভিন্ন শর্ট কোর্সের মাধ্যমে দেশের বেকারত্ব ঘোচাতে সক্ষম হবে।
লেখক পরিচিতি: শিক্ষার্থী, বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিকানা: কল্যাণপুর, বেলকুচি, সিরাজগঞ্জ।
