
|| নিজস্ব প্রতিবেদক ||
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের উদ্যোগে গত ১৫ অক্টোবর (বুধবার) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে “ফয়জুর রহমান চৌধুরী বৃত্তি ২০২৫” প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন সৈয়দা আফসানা ফেরদৌসীর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ।
এছাড়া ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ ফিরোজ আল মামুন খান, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান তাহরিনা তানজিম তিথি, ইউআইটিএস রিসার্চ সেন্টারের পরিচালক ড. অরূপ সাহা, ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান নাঈমা আফরিন এবং অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দের উপস্থিতিতে এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
শিক্ষাবান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানের প্রচেষ্টাকে অব্যাহত রাখার প্রয়াসে শিক্ষার্থীদের ১৭ ধরনের বৃত্তির সাথে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এখানে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষৎ গড়ার পথকে সুগম করতে মরহুম ফয়জুর রহমান চৌধুরীর সুযোগ্য সন্তানদের প্রেরিত এই বৃত্তি একটি মহৎ ও মানবিক গুণ সম্পন্ন জাতি গঠনের প্রয়াস।
লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ইংরেজি ও সমাজকর্ম বিভাগের মোট ১৪ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাগত ফলাফল ও শিষ্টাচার মূল্যায়নের ভিত্তিতে মর্যাদাপূর্ণ “ফয়জুর রহমান চৌধুরী বৃত্তি ২০২৫” প্রদান ও শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক মেহেরাজুর রহমান। বিশ্ববিদ্যালয়ের সর্বাঙ্গিণ উন্নতি ও কল্যাণ কামনা করে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
