সোমবার, নভেম্বর ৩

বেলকুচিতে আধুনিক পানি সরবরাহের সূচনা

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

বাংলাদেশের ২৩টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় আধুনিক পানি সরবরাহ ব্যবস্থাপনার শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২ নভেম্বর ২০২৫) সকালে পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির, (বেলকুচি সার্কেল), উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ, যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান, পৌর ইন্জিনিয়ার মনিরুজ্জামান মনির, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ আরো অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আফরিন জাহান বলেন, “বেলকুচি পৌরবাসীকে সুপেয় ও নিরাপদ পানি সরবরাহে এ প্রকল্প মাইলফলক হয়ে থাকবে। পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে।” তিনি আরও জানান, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি কমানোর পাশাপাশি আধুনিক ও দীর্ঘমেয়াদি পানি ব্যবস্থাপনা নিশ্চিত হবে।

বিশেষ অতিথি মোঃ হুমায়ুন কবির বলেন, “উন্নত পানি সরবরাহ ব্যবস্থা একটি উন্নত শহর নির্মাণের পূর্বশর্ত। এই প্রকল্প বেলকুচি পৌরসভাকে আরও এক ধাপ এগিয়ে নেবে।”

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE) ও বেলকুচি পৌরসভার যৌথ উদ্যোগে বাস্তবায়ন হওয়া এই প্রকল্পের মাধ্যমে বেলকুচি পৌরবাসীরা নিরবচ্ছিন্ন ও নিরাপদ পানি সরবরাহের সুবিধা পাবেন বলে জানানো হয়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *