
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, পতিত শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সময় যারা বিএনপির পরিচয় দিতে লজ্জা পেয়েছিলেন, পুলিশ প্রশাসনের কাছে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন কিংবা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দল ছেড়েছিলেন—তারা এখন আবার বিএনপির পরিচয়ে রাজপথে নামতে চাইছেন। তিনি বলেন, “যখন হাজার হাজার নেতাকর্মী কারাগারে, রাজপথে কিংবা পলাতক ছিলেন, তখন তারা ঘরে বসে এসি রুমে ঘুমিয়েছেন। এখন সেই মৌসুমি পাখিরা আবার বিএনপির নাম ব্যবহার করে নির্বাচনে অংশ নিতে চায়।”
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর জিয়াহল চত্বর (শিববাড়ি মোড়) থেকে শুরু হওয়া ধানের শীষের প্রচার মিছিল ও বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিছিলটি কেডিএ অ্যাভিনিউ হয়ে র্যাফায়েল চত্বরে গিয়ে পথসভায় পরিণত হয়। এতে মহানগর, সদর ও সোনাডাঙ্গা থানা বিএনপির হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এড. মনা আরও বলেন, “যারা কঠিন সময়ে রাজপথে ছিলেন, পুলিশের গুলির মুখেও দলকে রক্ষা করেছেন—তারাই প্রকৃত বিএনপি। ধানের শীষের প্রার্থীও হবেন তারাই। যারা আন্দোলনের সময় নিষ্ক্রিয় ছিলেন বা দলবিরোধী আচরণ করেছেন, তারা কোনোভাবেই দলের মনোনয়ন পাবেন না।”
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, “যে সকল মৌসুমি পাখি এখন ফিরে আসতে চায়, তাদের জন্য বিএনপিতে কোনো জায়গা হবে না। যারা ফেব্রুয়ারির সম্ভাব্য ভোট বানচালের জন্য কখনো ‘পিআর’, কখনো ‘হ্যাঁ-না ভোট’-এর নাটক করছে, তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। জনগণকে বিভ্রান্ত হতে দেওয়া যাবে না।”
তিনি আরও বলেন, “১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তিরা আবারও এক হয়ে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। একটি গোষ্ঠি ধর্মের নামে ভণ্ডামি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, ভোট প্রদানের জন্য কোরআন শরিফে হাত রেখে শপথ করাচ্ছে—এটি ইসলাম ও গণতন্ত্র দুইয়েরই অপমান।”
তুহিন বলেন, “যারা ১৯৭১ সালে লাখো মানুষ হত্যা করেছে, মা-বোনদের সম্ভ্রম লুটে নিয়েছে—তারা আজ নতুন মুখোশ পরে নির্বাচনের নামে নাটক করছে। কিন্তু জনগণ এখন অনেক সচেতন। ধর্মের নামে প্রতারণা আর সফল হবে না।”
তিনি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে “ধানের শীষের বিজয়” নিশ্চিত করার আহ্বান জানান এবং নেতাকর্মীদের সংগঠিত থাকার নির্দেশ দেন।
প্রচার মিছিলে অংশ নেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশীদ চৌধুরী মিরাজ, কে. এম. হুমায়ূন কবির, শেখ হাফিজুর রহমান মনি, আসাদুজ্জামান আসাদসহ সদর ও সোনাডাঙ্গা থানা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতী দল, মহিলা দল ও জাসাস-এর নেতাকর্মীরা।
