
|| মোঃ আজিজুল হক | ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের সময় স্বামী-স্ত্রী ও সন্তানসহ তিনজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন—বাগেরহাট জেলার সনখোলা থানার সনখোলা গ্রামের মৃত সোহরাব হাওলাদারের ছেলে সায়মন হাওলাদার (২৩), তাঁর স্ত্রী মোছা. সোনিয়া বেগম (২০) এবং তিন বছরের শিশু পুত্র আবির হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ৯৬৩/৫ এস নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন তারা। এলাকাবাসীর সন্দেহ হলে তাদের আটক করে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর আওতাধীন বাগভান্ডার বিওপিতে খবর দেওয়া হয়।
খবর পেয়ে বিওপির দায়িত্বপ্রাপ্ত সুবেদার মো. আব্দুর রশীদের নেতৃত্বে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তিনজনকেই হেফাজতে নেয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, ২০২২ সালে সায়মন হাওলাদার ও তাঁর স্ত্রী কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানে বসবাস করছিলেন। সম্প্রতি ভারতীয় কর্তৃপক্ষ অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো শুরু করলে তারা এক দালালের সহায়তায় দেশে ফেরার চেষ্টা করেন।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল হেলাল মাহমুদ বলেন, “বিজিবির মাধ্যমে আটক ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক। যাচাই-বাছাই শেষে তাদের আত্মীয়স্বজনকে খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
