রবিবার, অক্টোবর ২৬

ইবিতে সাজিদ হত্যার বিচারের দাবিতে প্রতীকী লাশ মিছিল

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারহীনতার ১০০ দিন পেরোনোয় হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে প্রতীকী লাশ নিয়ে মৌন মিছিল করেছে শিক্ষার্থীরা। রবিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর পাড় থেকে মিছিল শুরু হয়ে সকল একাডেমিক ভবন প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে জড়ো হয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন তারা।

সমাবেশে শিক্ষার্থীরা আগামী সাতদিনের মধ্যে সাজিদের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান। কর্মসূচিতে শাখা ছাত্রদল, ছাত্রশিবির, জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী ছাত্র আন্দোলন ও খেলাফত ছাত্র মজলিসসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, সাজিদ হত্যার ১০০ দিন পেরোলেও দোষীদের গ্রেফতার করা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন অথর্বের ভুমিকায় আছে। সিআইডিকে তদন্তভার দিয়েছে, কিন্তু সিআইডি বারবার সময় নিচ্ছে। অতিদ্রুত খুনীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। সাজিদের বিচার না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।

এদিকে বিকেলে সাজিদ হত্যাকাণ্ডের তদন্তকারী সিআইডির কর্মকর্তাদের উপস্থিতিতে প্রক্টর অফিসে তদন্তের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিআইডির পক্ষ থেকে দুই সপ্তাহ পর পর তদন্তের অগ্রগতি নিয়ে ব্রিফিং করা এবং তদন্তের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ যেকাউকে সিআইডি জিজ্ঞাসাবাদ করতে পারবেন মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জিজ্ঞাসাবাদের বিষয়ে শীঘ্রই প্রজ্ঞাপন দেওয়া হবে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *