রবিবার, অক্টোবর ২৬

ইউআইইউতে উদ্যোক্তা প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রাম আয়োজিত “উদ্যোক্তা প্রকল্প প্রদর্শনী – সামার ২০২৫” শিরোনামে ব্যবসায় প্রশাসন শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবন, স্টার্টআপ এবং উদ্যোক্তা সম্ভাবনার দিনব্যাপী প্রদর্শনী গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপটিম্যাক্স কমিউনিকেশন লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, আলাদিনকিডসের ব্যবস্থাপনা পরিচালক এবং নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা সভাপতি, শিক্ষক ও মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সে’র বিবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর ড. সালমা করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ’র উপাচার্য প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া। এই প্রোগ্রাম আয়োজনে নেতৃত্বে ছিলেন ইউআইইউ স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সে’র সহকারী অধ্যাপক মিসেস নাসরিন আক্তার এবং ইউআইইউ আইকিউএসি’র উপ-পরিচালক ও সহকারী অধ্যাপক জনাব জাকোয়ান।

এই উদ্যোক্তা প্রকল্প প্রদর্শনীটি বিবিএ পাঠ্যক্রমের অধীনে ‘এন্টারপ্রেনারশীপ এন্ড বিজনেস প্ল্যান ডেভেলপমেন্ট’ স্নাতক কোর্সের আওতাধীন। এই কোর্সে শিক্ষার্থীদের ব্যবসায়িক ধারণা এবং প্রস্তাবনা, পণ্যের প্রোটোটাইপ, ওয়েবসাইট, টিভি বিজ্ঞাপন এবং ব্যবসায়িক পরিকল্পনা তৈরি ইত্যাদি বিষয়ে পড়ানো হয়। উক্ত প্রদর্শনীতে প্রায় ১০০ জন শিক্ষার্থীর সমন্বয়ে ২০টি দলে অংশগ্রহণ করে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে তাদের প্রকল্পগুলি প্রদর্শন করে।

প্রদর্শনী শেষে, তিনটি দলকে চ্যাম্পিয়ন, প্রথম রানার-আপ এবং দ্বিতীয় রানার-আপ হিসেবে ক্রেস্ট প্রদান এবং অংশগ্রহণকারী সকলকে প্রশংসাপত্র প্রদান করা হয়।

এই অনুষ্ঠানটি শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার দক্ষতা প্রদর্শন করার পাশাপাশি দেশের ভবিষ্যৎ ব্যবসায়ী নেতাদের মধ্যে উদ্ভাবন, সৃজনশীলতা এবং টেকসই-ভিত্তিক ব্যবসায়িক সমাধান গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ এবং উদ্যোক্তাসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *