
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের বিজয় খানকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (২৫ অক্টোবর) চুয়াডাঙ্গা জেলার দর্শণা চেকপোস্টে ফ্ল্যাগ মিটিং-এর মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়। দর্শণা থানা পুলিশ আজ বিজয়কে আদালতে প্রেরণ করবে বলে জানা গেছে।
মানিকগঞ্জ জেলা শহরের পুর্বদাশড়া সিদ্দিকনগর এলাকার মহিদুর রহমান খানের ছেলে বিজয় খান (৩৫)।
তিন বছর আগে অবৈধভাবে ভারতের বোম্বে অনুপ্রবেশ করেন। ১০ বছর আগে তিনি যুবক থেকে হিজরা (তৃতীয় লিঙ্গের সদস্য) হন। এরপর থেকে তিনি হাট, বাজারসহ বিভিন্ন স্থানে টাকা, রুপি তুলে জীবিকা নির্বাহ করছেন।
