সোমবার, ডিসেম্বর ২৯

বেলকুচিতে তরুণ হত্যা, বিচারের দাবিতে সড়ক অবরোধ

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের দেলুয়াকান্দি গ্রামে মেধাবী তরুণ আবু হুরাইরা মিজান (২২) হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

সকালে দেলুয়াকান্দি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি বেলকুচি থানার সামনে এসে শেষ হয়। পরে এক প্রতিবাদ সভায় বক্তারা হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি—ফাঁসির দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মিজান দেলুয়াকান্দি গ্রামের মৃত আমজাদ শেখের ছেলে। শান্ত স্বভাবের ও মেধাবী তরুণ হিসেবে এলাকায় পরিচিত মিজান ২০২৩ সালে বেলকুচি মডেল কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পাস করেন।

গত ৮ অক্টোবর (বুধবার) মাগরিবের পর উত্তর চন্দনগাঁতী গ্রামের একদল নেশাগ্রস্ত সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে মিজানকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উত্তরা হাই কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এলাকাবাসীর অভিযোগ, মিজান দীর্ঘদিন ধরে মাদকবিরোধী অবস্থান নিয়ে সচেতনতা তৈরি করছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় কিছু সন্ত্রাসী পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। ঘটনাটি এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে সাহসিকতার সঙ্গে এগিয়ে আসা মিজানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা তার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি জানাচ্ছি।”

এসময় বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম উপস্থিত বিক্ষোভকারীদের সড়ক অবরোধ না করার আহ্বান জানান এবং দ্রুত আসামিদের গ্রেফতারের আশ্বাস দেন।

গ্রামবাসীরা আসামি গ্রেফতারের জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার না করা হলে আরও কঠোর আন্দোলনে যাওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *