
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত হলে তাঁদের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা দেওয়া হয়। দুর্ঘটনার ত্রিশ দিনের মধ্যে বিআরটিএ অফিসে আবেদন করলে এই সহায়তা পাওয়া যায়।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় এ তথ্য দেন বিআরটিএ মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মাহবুব কামাল।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার আলম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, মানিকগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ নূর অতএব আহমেদ, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল হামিদ, সাংবাদিক জাহিদুল হক চন্দনসহ সিভিল সার্জনের প্রতিনিধি, হাইওয়ে পুলিশের প্রতিনিধি, ফয়ার সার্ভিসের প্রতিনিধি, পরিবহন মালিক সমিতির প্রতিনিধি ও পরিবহন শ্রমিক সমিতির প্রতিনিধিবৃন্দ।