মঙ্গলবার, নভেম্বর ৪

খুলনায় আদর্শ শিক্ষক ফেডারেশনের স্মারকলিপি পেশ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে চলমান শিক্ষক আন্দোলনের সমর্থনে এবং ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকালে নগরীর সোনালী ব্যাংক চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিলসহকারে শিক্ষকরা খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যান। পরে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের হাতে স্মারকলিপি তুলে দেন ফেডারেশনের নেতৃবৃন্দ।

সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তৃতা করেন মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইকবাল হোসেন।

সভাপতিত্ব করেন ফেডারেশনের মহানগর সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা সভাপতি অধ্যাপক আব্দুর রব, অধ্যক্ষ খায়রুল ইসলাম, মাওলানা এ এফ এম নাজমুস সউদ, হারুন আর রশীদ, মাহিনুর রহমান, মাওলানা মনিরুজ্জামান, অধ্যাপক নূরুজ্জামান তুহিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, স্বাধীনতার পর থেকে রাজনৈতিক প্রভাব, ভারতীয় আধিপত্যবাদ ও পাশ্চাত্য অনুকরণের কারণে জাতীয় শিক্ষা কাঠামো বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। ২০১০ সালের শিক্ষানীতি ও ২০২২ সালের পাঠ্যক্রমে নৈতিক শিক্ষা উপেক্ষিত হয়েছে এবং বিতর্কিত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ফেডারেশন জানায়, একটি নৈতিক মূল্যবোধসম্পন্ন টেকসই শিক্ষা ব্যবস্থা ছাড়া জাতির অগ্রগতি সম্ভব নয়। এ জন্য শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৪৫ শতাংশে উন্নীত, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা নির্ধারণ, শতভাগ উৎসব ভাতা প্রদান, ১০৮৯টি ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তকরণ, নন-এমপিও শিক্ষকদের চাকুরি স্থায়ীকরণ, অবসরপ্রাপ্তদের বকেয়া ভাতা পরিশোধ ও এমপিওভুক্ত শিক্ষকদের পাওনা পরিশোধের দাবি জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, এ দাবিগুলো বাস্তবায়িত হলে শিক্ষাক্ষেত্রে ন্যায়বিচার ও গুণগত পরিবর্তন আসবে এবং সৎ, আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *