মঙ্গলবার, ডিসেম্বর ৩০

ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

|| জাকারিয়া সেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতেও এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের উপর নির্যাতনের প্রতিবাদ এবং সাম্প্রতিক ৫% বাড়ি ভাড়া সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় (পাইলট) মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন—ফুলবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ, বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সচিব মোর্শেদ আলম, গংগারহাট এম.এস. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক, শিমুলবাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার আব্দুল মালেক, পশ্চিম ফুলমতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামিউল ইসলাম, বড়লই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোখলেছুর রহমান বাহাদুর, কুটিবাড়ী মডার্ন উচ্চ বিদ্যালয়ের সহকারী মৌলভী শিক্ষক মঈনুদ্দিন সেলিম, অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান মিয়া, খোচাবাড়ী মোস্তাকিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার হায়দার আলী, গংগারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক আকলিমা খাতুনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য দাবি পূরণ না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *