
|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচিতে দিশারী ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কোচিংয়ের উদ্যোগে মডেল পরীক্ষার ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিশারী ল্যাবরেটরি স্কুলের পরিচালক সাইদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিশারী কোচিং সেন্টারের পরিচালক আল-আমিন হোসেন, সহকারী পরিচালক রূপা খাতুন, সহকারী শিক্ষক আব্দুর রশিদ এবং প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বেলকুচি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ। তিনি বলেন, “শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এসময় শিক্ষার্থীদের হাতে মডেল পরীক্ষার ফলাফল তুলে দেওয়া হয় এবং সেরা ফলাফল অর্জনকারীদের পুরস্কৃত করা হয়।
সভাপতির বক্তব্যে দিশারী ল্যাবরেটরি স্কুলের পরিচালক সাইদুল ইসলাম বলেন,
“আমরা শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদানে গুরুত্ব দিচ্ছি। অভিভাবকদের সহযোগিতা পেলে এই প্রচেষ্টা আরও এগিয়ে যাবে।”
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
