মঙ্গলবার, ডিসেম্বর ৩০

মিউজিক আলফার এক বছর: সুরের অভিযাত্রায় নতুন অধ্যায়

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি | বিনোদন ডেস্ক ||

দেশের সংগীতজগতে নতুন ধারা ও উদ্ভাবনী চিন্তার প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করা ‘মিউজিক আলফা’ পূর্ণ করল তাদের সফল এক বছর। গত এক বছরে প্রতিষ্ঠানটি সৃজনশীল প্রযোজনা, নতুন শিল্পী আবিষ্কার এবং সংগীতপ্রেমীদের মাঝে মানসম্মত কনটেন্ট উপহার দেওয়ার মাধ্যমে গড়ে তুলেছে একটি বিশ্বাসযোগ্য ব্র্যান্ড।

প্রতিষ্ঠার পর থেকে মিউজিক আলফা প্রকাশ করেছে ৩১টিরও বেশি মৌলিক গান ও সংগীতচিত্র, ইউটিউব ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের প্রযোজনাগুলো ইতোমধ্যেই হাজারো ভিউ অতিক্রম করেছে।

মিউজিক আলফার সাধারণ সম্পাদক বলেন, আমাদের লক্ষ্য ছিল শুধুমাত্র গান প্রকাশ নয় বরং এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে নতুন শুদ্ধ গান প্রকাশের সুযোগ। শ্রোতাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় অর্জন।

এক বছর পূর্তি উপলক্ষে মিউজিক আলফা আয়োজন করছে বিশেষ অনুষ্ঠান “Alpha Anniversary Session”, যেখানে জনপ্রিয় ও উদীয়মান শিল্পীরা এসেছিলেন। অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়েছে মিউজিক আলফার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

আগামী বছর প্রতিষ্ঠানটি অরো নতুন সংগীতপ্রকল্প, সিরিজ সাউন্ডট্র্যাক ও এক্সক্লুসিভ লাইভ সেশন প্রযোজনার পরিকল্পনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *