
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধাকে বিকশিত করে, যা ভবিষ্যতে দেশ গঠনে সহায়ক হবে। বিতর্ক একটি সৃজনশীল শিক্ষা মাধ্যম, যা অংশগ্রহণকারীদের যৌক্তিকভাবে মতামত উপস্থাপন করতে শেখায়। তিনি বলেন, “প্রতিযোগিতায় জয়-পরাজয় থাকবেই, কিন্তু অংশগ্রহণই সবচেয়ে বড় কথা।” একইসঙ্গে তিনি শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও এ ধরনের আয়োজনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের পরিচালক (প্রশাসন) লিমা চৌধুরী, সহযোগী অধ্যাপক ড. রিয়াদুল মাহমুদ, সিনিয়র কর্মকর্তা শাহনাজ পারুল ও মোঃ ফুয়াদ হোসেন। স্বাগত বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক ও আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক শেখ দিদারুল আলম।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর ছিলেন নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মোঃ সাউদ আল-ফয়সাল রাজু। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মোঃ সালাউদ্দিন, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ আখতারুজ্জামান ও কুয়েটের সহকারী পরিচালক (জনসংযোগ ও তথ্য) মনোজ কুমার মজুমদার।
খুলনা প্রান্তিকা আবাসিক এলাকা জনকল্যাণ সমিতির ব্যবস্থাপনায় ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (আইইউবি) এ প্রতিযোগিতার আয়োজন করে।
পরে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। মহানগরের আটটি স্কুল এ প্রতিযোগিতায় অংশ নেয়। ফাইনালে খুলনা পাবলিক কলেজ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।