বৃহস্পতিবার, অক্টোবর ১৬

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আডা লাভলেস প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

১৪ অক্টোবর ২০২৫ — প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রোগ্রামিং ক্লাব (পিইউপিসি)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে আডা লাভলেস প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে প্রায় দেড়শ শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং তাদের প্রোগ্রামিং দক্ষতা, যৌক্তিক চিন্তাশক্তি প্রদর্শন করে বিভিন্ন গানিতিক সমস্যা সমাধান করেন।

আডা লাভলেস (১৮১৫–১৮৫২) ছিলেন বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার। তিনি বিখ্যাত ইংরেজ কবি লর্ড বাইরনের কন্যা এবং অসাধারণ গণিতজ্ঞ চার্লস ব্যাবেজের সহযোগী ছিলেন। ব্যাবেজের তৈরি “অ্যানালিটিক্যাল ইঞ্জিন”–এর জন্য তিনি প্রথম অ্যালগরিদম লিখেছিলেন—যা ইতিহাসের প্রথম প্রোগ্রাম হিসেবে ধরা হয়। তিনি আজ থেকে দুইশত বছর পূর্বেই তিনি বুঝেছিলেন, ভবিষ্যতে যন্ত্র কেবল গণনা নয়, সঙ্গীত, শিল্প ও চিন্তাও প্রক্রিয়াজাত করতে পারবে। তার স্মৃতির প্রতি সম্মানার্থে প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় মঙ্গলবার আডা লাভলেস দিবস (Ada Lovelace Day) পালন করা হয় । এই দিনের উদ্দেশ্য হলো — বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে (STEM) নারীদের অবদানকে সম্মান জানানো এবং নতুন প্রজন্মের নারীদেরকে এই ক্ষেত্রগুলোতে উৎসাহিত করা।

অনুষ্ঠানে স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান প্রফেসর ড. শহিদুল ইসলাম খান উপস্থিত থেকে প্রতিযোগীদের অনুপ্রাণিত করেন। তিনি বলেন, “আডা লাভলেস ছিলেন বিশ্বের প্রথম প্রোগ্রামার; তাঁর উদ্ভাবনের পথ ধরে আজকের প্রজন্ম প্রযুক্তি জগতে নতুন উদ্ভাবনের পথে এগিয়ে যাচ্ছে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতার মাধ্যমে সেই উদ্ভাবনী চেতনারই প্রতিফলন ঘটিয়েছে।”

এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রোগ্রামিং ক্লাবের মডারেটর ও সিএসই বিভাগের ফ্যাকাল্টি অর্ক শিকদার, যিনি পুরো আয়োজনের তত্ত্বাবধান করেন। অর্ক বলেন, “এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের বাস্তব প্রোগ্রামিং দক্ষতা যাচাইয়ের পাশাপাশি টিমওয়ার্ক, টাইম ম্যানেজমেন্ট ও সৃজনশীল চিন্তাকে উৎসাহিত করেছে। আগামী প্রজন্মের উদ্ভাবক তৈরির জন্য এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”প্রতিযোগিতা চলাকালীন উপস্থিত ছিলেন সিএসই বিভাগের শিক্ষকবৃন্দ। তাঁরা প্রতিযোগীদের বিভিন্ন ধাপে পরামর্শ ও অনুপ্রেরণা প্রদান করেন। সিএসই বিভাগের লেকচারার ও বুয়েট অ্যালামনাই ফারিহা জামান অরিন নিজ অভিজ্ঞতার আলোকে নারী শিক্ষার্থীদেরকে তথ্যপ্রযুক্তিতে ভালো করার ক্ষেত্রে পরামর্শ দেন। সিএসই ডিপার্টমেন্টের কো-অর্ডিনেটর ও বুয়েট অ্যালামনাই মিনহাজুল আলম শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. আনোয়ারুল কবির। তিনি বক্তব্য শুরু করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা দিয়েঃ
বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।

প্রফেসর কবির প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং ছাত্রছাত্রী সবাইকে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষতা অর্জনের জন্য পরামর্শ প্রদান করেন।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রোগ্রামিং ক্লাবের সদস্যরা জানান, এই প্রতিযোগিতা কেবল একটি একাডেমিক কার্যক্রম নয়; বরং এটি শেখা, সহযোগিতা এবং উদ্ভাবনের একটি প্ল্যাটফর্ম। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বৃহৎ পরিসরে এমন প্রতিযোগিতার আয়োজন করা হবে। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সার্টিফিকেট, ও স্মারক উপহার তুলে দেওয়া হয়।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টে রয়েছে সমৃদ্ধ ও বহুমুখী একাডেমিক পরিবেশ। এখানে প্রোগ্রামিং ক্লাব, এআই ক্লাব, ব্লকচেইন ক্লাব, সাইবার সিকিউরিটি ক্লাবসহ শিক্ষার্থীদের নানা সংগঠন সক্রিয়ভাবে কাজ করছে। এসব ক্লাবে প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং আরও অনেক আধুনিক প্রযুক্তি নিয়ে নিয়মিত প্রশিক্ষণ, গবেষণা ও অনুশীলন চালানো হয়। এছাড়াও রয়েছে ফটোগ্রাফি ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লা্ব‌, কালচারাল ক্লাব, ডিবেটিং ক্লাব যা শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধিতে সাহায্য করছে। শিক্ষক, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্ট দেশের অন্যতম তথপ্রযুক্তি শিক্ষার কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *