বৃহস্পতিবার, অক্টোবর ১৬

সকাল-রাতে নিয়মিত আরবি-ইংরেজি ক্লাসে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||

মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা-এর একাডেমিক ভবনে প্রতিদিন সকাল ও রাতে দুই ঘণ্টা করে আরবি ও ইংরেজি বিষয়ে বিশেষ ক্লাস অত্যন্ত সুসংগঠিত ও প্রাণবন্ত পরিবেশে চলমান। ভাষা দক্ষতা বৃদ্ধি, পরীক্ষামুখী প্রস্তুতি ও আত্মউন্নয়নের লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

শুরুর তুলনায় এখন উপস্থিতি হু হু করে বৃদ্ধি পাচ্ছে, যা শিক্ষার্থীদের আগ্রহ ও সচেতনতার এক উজ্জ্বল উদাহরণ। অনেকেই এটিকে “সুবর্ণ সুযোগ”, “নতুন দিগন্তের সূচনা” হিসেবে উল্লেখ করছেন।

শিক্ষকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের উত্সাহ দেখে ক্লাসগুলো আরও অংশগ্রহণমূলক, উৎসাহদায়ক ও নতুন ধারার পদ্ধতিনির্ভর এবং অনুপ্রেরণামূলক করে তোলা হয়েছে। প্রশ্নোত্তর, ভাষা অনুশীলন, উচ্চারণ সংশোধন এবং মডেল টেস্টের মতো কার্যক্রমের মাধ্যমে শেখা হচ্ছে আরও প্রাণবন্তভাবে।

প্রশাসন জানায়, ভাষাগত দক্ষতা বাড়িয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা ও আন্তর্জাতিক পরিসরে সাফল্যের জন্য প্রস্তুত করতেই এই ধারাবাহিক ক্লাসের আয়োজন। নিয়মিত উপস্থিতি, মূল্যায়ন ব্যবস্থা এবং ব্যক্তিগত গাইডলাইন দেওয়াও নিশ্চিত করা হয়েছে।

সব মিলিয়ে এ উদ্যোগ ইতোমধ্যে মাদ্রাসা-ই-আলিয়ায় “ভাষা শিক্ষার রেনেসাঁ” হিসেবে পরিচিতি পেতে শুরু করেছে। ধারাবাহিকতা বজায় থাকলে এটি হতে পারে দেশের অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও এক দৃষ্টান্তমূলক মডেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *