রবিবার, জানুয়ারি ১১

প্রাইমারিতে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও শিক্ষার সকল স্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে _ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||

প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং শিক্ষার সকল স্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার জোর দাবী জানিয়ে এক যৌথ বিবৃতি দিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশবাসী আশা করেছিল এবার হয়তো শিক্ষার সকল স্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক এবং প্রতিটি সরকারী প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া হবে। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় হচ্ছে দেশবাসীর সেই আশাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে শিক্ষা মন্ত্রণালয় গভীর ষড়যন্ত্র করছে। তার প্রমাণ সাম্প্রতিক সময়ে প্রাইমারি স্কুলে সংগীতের শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন।

নেতৃদ্বয় আরো বলেন, শতকরা ৯০ ভাগ মুসলিমদের অধ্যুষিত এই দেশের শিক্ষার সকল স্তরে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করা সময়ের অপরিহার্য দাবি। প্রত্যেক জাতি তার নিজস্ব ঈমান-আকিদা, তাহজীব- তামাদ্দুন ও কৃষ্টি-কালচারে সমৃদ্ধ হয়ে গড়ে উঠবে এটাই স্বাভাবিক। কিন্তু আমরা জাতি হিসেবে এতটাই হতভাগা যে, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও এখনো শিক্ষাকে আমাদের নিজস্ব চিন্তা-চেতনা ও ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে সাজাতে পারিনি।

তারা আরো বলেন, একটি জাতি তখনই মাথা উঁচু করে দাঁড়াতে পারে যখন তারা নিজস্ব চিন্তা-চেতনা, বিশ্বাস ও তাহজিব-তামাদ্দুন নিয়ে গড়ে ওঠে। কিন্তু এসবের তোয়াক্কা না করে বরং ষড়যন্ত্রকারীদের খপ্পরে পড়ে শিক্ষাকে ধ্বংস করা হচ্ছে। আর জাতিকে করা হচ্ছে ধর্ম-বিমুখ। যার কারণে দেশ ও সমাজের সর্বস্তরের অপরাধবোধ আইয়ামে জাহিলিয়াতকেও হার মানাচ্ছে। দেশ-সমাজের এই ধ্বংসাত্মক ও বিপদজনক অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ ইসলামী শিক্ষা সর্বস্তরে বাধ্যতামূলক করা।

নেতৃদ্বয় বলেন, সরকার জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *