
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের তিন উপজেলায় অজ্ঞাত ব্যক্তিসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ অক্টোবর) সকাল পৃথক পৃথক স্থান থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।
সোমবার সকালে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। পুলিশ ধারণা করছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
এছাড়া, সিঙ্গাইর উপজেলার দেওলি গ্রামে রোজিনা আক্তার (২৮) নামের এক নারী বিষপান করে আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জেরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
অপরদিকে, ঘিওর উপজেলার দেওভোগ গ্রামে ঝুলন্ত অবস্থায় সোনা মিয়া (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। রবিবার রাতে বোনজাইয়ের বাড়িতে গিয়ে গলায় ফাঁস দেন সোনা মিয়া। সোমবার ভোরে ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কারখানায় কাজ করার সময় ছাদ থেকে একটি ড্রাম পড়ে নিহত হন রাসেল মাহমুদ (৩০) নামে এক শ্রমিক।
পৌঁর ভূমি অফিস পিছনে হানিফ মিয়া নামে একজন পাওনাদার ভয়ে ফাঁস নিয়ে মারা গেছে।
