
|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে বিশেষ অভিযানে ১২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এ সময় ৭ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জনকে ১৪ দিনের কারাদণ্ড এবং ১ জনকে ২,০০০ টাকা জরিমানা করা হয়।

শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকালে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আল-মাসুদসহ মৎস্য দপ্তরের একটি টিম অংশ নেয়।
অভিযান চলাকালে ২৫ কেজি মাছ উদ্ধার করা হয়, যা পরবর্তীতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তিনটি হাফেজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা আল-মাসুদ জানান, “মা ইলিশ সংরক্ষণ অভিযান চলমান রয়েছে। নিষিদ্ধ সময়ে মাছ ধরা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”
এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে, মা ইলিশ রক্ষায় অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।