
|| নিজস্ব প্রতিবেদক ||
গাজার অসহায় মানুষদের সহায়তায় ত্রাণসামগ্রী বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে ইসরাইলের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে খুলনা ইমাম পরিষদ।
সোমবার (৬ অক্টোবর) বাদ আছর খুলনা মহানগরীর নিউ মার্কেট সংলগ্ন বায়তুন নুর জামে মসজিদের সামনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ কর্মসূচিতে মানবতার দুশমন সন্ত্রাসী ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় ক্ষুধার্ত মানুষের জন্য গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণসামগ্রী বহনকারী নৌবহরে হামলা, ক্ষুধার্ত শিশুদের খাদ্য লুটপাট ও আন্তর্জাতিক আইন লংঘন করে মানবাধিকার কর্মীদের আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
খুলনা জেলা ইমাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মাওলানা মুশতাক আহমাদের সভাপতিত্বে সমাবেশে পরিষদ নেতৃবৃন্দসহ এলাকার আপামর জনসাধারণ উপস্থিত ছিলেন।