
|| রুমান খান | বেতাগী (বরগুনা) প্রতিনিধি ||
বরগুনার বেতাগীতে জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে বেতাগী উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় স্থানীয় ডাকবাংলো মাঠে উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ূন কবির মল্লিকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক মো: নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব মো: হুমায়ুন হাসান শাহীন ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক মো: ফজলুল হক মাস্টার।
এ অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম. হুমায়ূন কবির।
উপজেলা বিএনপি’র সদস্য সচিব গোলাম সারোয়ার রিয়াদ খান এবং পৌর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খানের সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এজেডএম সালেহ ফারুক জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো. শাহজাহান কবির, জেলা বিএনপির নেতা জাফর হোসেন ও উপজেলা বিএনপি’র সাবেক জলিলুর রহমান খান নান্নাসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে সংবর্ধিত নেতৃবৃন্দের সম্মানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিল সহকারে অনুষ্ঠান স্থলে এসে হাজির হয়। অনুষ্ঠান শুরুর আগে ডাকবাংলা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।