
|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||
খাগড়াছড়ি জেলার পানছড়ির গহীন অরণ্য থেকে বাংলাদেশ সেনাবাহিনী অভিযান চালিয়ে উপজাতীয় সশস্ত্র সংগঠন ইউপিডিএফ-এর গোপন আস্তানা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।
সূত্র জানায়, সোমবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার যুবনেশ্বর পাড়ায় সেনাবাহিনীর একটি টহল দল ইউপিডিএফ’র গোপন আস্তানা ঘেরাও করে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড এ্যামোনিশন, পনেরটি ব্যানার, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি মোবাইল ফোন, ধারালো অস্ত্র এবং বেশকিছু সরঞ্জামাদি উদ্ধার করে। এসয় ইউপিডিএফ-এর শীর্ষ স্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা পালিয়ে যায়।
সূত্র আরো জানায়, অভিযান চলাকালে সেনাবাহিনীর কার্যক্রম ব্যাহত করতে স্থানীয় নারী-পুরুষ, ছাত্র ও ছাত্রীরা ইউপিডিএফের উস্কানিতে সেনাবিরোধী স্লোগান দেয়। আজকের ঘটনাসহ বিগত কয়েক দিনের ঘটনা প্রবাহ পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, ইউপিডিএফ এবং তার অঙ্গসংগঠনসমূহ পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এলাকার নারী এবং স্কুলগামী কোমলমতি শিশু কিশোরদের বিভিন্ন পন্থায় তাদের নাশকতামূলক কর্মকান্ডে অংশগ্রহণে বাধ্য করছে।
সেনা সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে পালিয়ে যাওয়া ইউপিডিএফ-এর সশস্ত্র সদস্যদের সন্ধানে সেনা অভিযান অব্যাহত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পার্বাত্যাঞ্চলের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।