বৃহস্পতিবার, অক্টোবর ৯

ভূরুঙ্গামারীতে মুক্তিপণ দাবির অভিযোগে কথিত সাংবাদিকসহ চারজন গ্রেফতার

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ডিভোর্সি যুবকের কাছে মুক্তিপণ দাবির অভিযোগে কথিত এক সাংবাদিক ও ছাত্রদলের নেতাকর্মীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ অক্টোবর) ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করে আদালতে প্রেরণ করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের আব্দুল মান্নানের ছেলে মো. ইসমাইল হোসেনের সঙ্গে প্রায় চার থেকে পাঁচ মাস আগে স্ত্রী মোছা. রিতা বেগমের বিবাহ বিচ্ছেদ হয়। সে সময় অনুষ্ঠিত সালিশে উপস্থিত ছিলেন কথিত সাংবাদিক আনোয়ার হোসেন মন্ডল ওরফে আরিফ, মাহবুব, ছাত্রদল নেতা মাইদুল, ভুট্টুসহ আরও অনেকে। সালিশে এক লাখ ৭০ হাজার টাকার বিনিময়ে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়।

চার–পাঁচ মাস পর গত ৪ অক্টোবর বিকেলে মোবাইল মেরামতের জন্য ইসমাইল তার বন্ধু আলাউদ্দিনকে সঙ্গে নিয়ে ভূরুঙ্গামারী আসলে, পূর্বের সালিশে জড়িত আনোয়ার হোসেন মন্ডল ওরফে আরিফসহ কয়েকজন তাদের আটক করে। পরে ‘সালিশের খরচের’ অজুহাতে ইসমাইলের কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে জহির মার্কেটের একটি কক্ষে আটকে রাখা হয় এবং পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়।

পরিবারের অভিযোগের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। এ ঘটনায় অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— চর ভূরুঙ্গামারী (হুচারবালা) এলাকার আব্দুস সালামের ছেলে কথিত সাংবাদিক মো. আনোয়ার হোসেন মন্ডল ওরফে আরিফ, ভূরুঙ্গামারী সরকারি কলেজ ছাত্রদল সেক্রেটারি ও আব্দুল গফুরের ছেলে মো. মুরাদ হাসান রেজুয়ান, সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও নুর ইসলামের ছেলে মো. শাহরিয়ার শাওন এবং দেওয়ানের খামারের আলম হোসেনের ছেলে মো. লুৎফর রহমান নিলয়।

এ সময় আনোয়ার হোসেনের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত আনোয়ার হোসেন মন্ডলের বিরুদ্ধে এলাকায় জমি দখল, দালালি, মিথ্যা মামলা দিয়ে ভয় দেখানো, ব্ল্যাকমেইল, পরকীয়া, মাদক ও অপহরণের একাধিক অভিযোগ রয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকায় কচাকাটার এক যুবককে আটক করে টাকা দাবির অভিযোগে কথিত সাংবাদিক আনোয়ার হোসেন মন্ডল ও তার সহযোগীদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।”

পুলিশ জানায়, মামলাটি ভূরুঙ্গামারী থানার জি.আর. ১৭৯/২৫ নম্বরে নথিভুক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *