বৃহস্পতিবার, অক্টোবর ৯

মানিকগঞ্জ সদর উপজেলার অবহেলিত জনপদ ‘চৈল্যা’

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের অন্তর্গত গ্রাম বাংলার অবহেলিত জনপদের নাম ‘চৈল্যা’। অবস্থান সদর উপজেলায় হলেও এ গ্রামের বাসিন্দারা প্রায় সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। নেই রাস্তাঘাট, চিকিৎসাসেবা, ভালোমানের স্কুল কিংবা মাদ্রাসা।

মানিকগঞ্জ শহর থেকে দূরত্ব ১৫ কিলোমিটার হলেও এ গ্রাম থেকে যেতে সময় লাগে প্রায় দেড় ঘন্টা। গ্রামের মাঝ দিয়ে ৪ কিলোমিটারের একটি কাঁচা রাস্তা রয়েছে। পায়ে হেঁটে বাঘিয়া কিংবা বরুন্ডী ঘাটে গিয়ে গাড়িতে উঠে শহরে যেতে হয়। এই কাঁচা রাস্তা দিয়েই চলাচল করে ৪-৫ গ্রামের কয়েক হাজার মানুষ।

বৃষ্টি নামলে যেন ভোগান্তির শেষ নেই। হাঁটু সমান কাপড় উঠিয়ে জুতা হাতে নিয়ে চলাচল করতে হয়। সামান্য অসতর্কতাতেই পিচ্ছিল খেয়ে ধপাস করে পড়ে যায়। রাস্তা শুকানো অবস্থায় থাকলে দুই একটি অটোরিক্সা অধিক ভাড়ায় চলাচল করলেও বৃষ্টির ফোঁটা পড়লেই তা বন্ধ হয়ে যায়।

অসুস্থ কিংবা গর্ভবতী মায়েদের হাসপাতালে নিতে গেলে যে কষ্ট পোহাতে হয় তা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

একটি পাকা রাস্তার জন্য গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে বহু জায়গায় আবেদন-নিবেদন করেছেন। কিন্তু কোনো কাজ হয়নি। সরকারের প্রতি গ্রামবাসীর দাবি- একটি পাকা রাস্তা করে তাদের ভোগান্তি লাঘব করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *