বৃহস্পতিবার, অক্টোবর ৯

পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন শারদীয় দুর্গোৎসব

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনার পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে মোট ১৪৫টি মণ্ডপে শান্তিপূর্ণ ও নিরবিঘ্নে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ও শুক্রবার দু’দিনে কপিলমুনি, পৌরসভা, লতা ও সোলাদানা সহ বিভিন্ন স্থানে আড়ংয়ের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এর অংশ হিসেবে শুক্রবার বিকেলে শিববাটিতে পৌরসভার ছয়টি মন্দিরের প্রতিমা উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে আড়ংয়ের মধ্য দিয়ে বিসর্জন দেওয়া হয়।

সরল কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি সুরঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত আড়ং অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। মৃত্যুঞ্জয় সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল এবং পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মণ্ডল।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত নানা কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে পূজার শুরু থেকে শেষ পর্যন্ত উপজেলা প্রশাসন, থানা পুলিশ, সেনাবাহিনী, আনসার-ভিডিপি সদস্য, বিএনপি-জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান-মেম্বার, উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ এবং সকল পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদক ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা মতবিনিময় ও মন্দির পরিদর্শন করেন।

নিরবিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মণ্ডল ইউএনও মাহেরা নাজনীন, ওসি রিয়াদ মাহমুদ, সেনা ক্যাম্প ইনচার্জ, সাংবাদিক, ইউনিয়ন ট্যাগ অফিসারসহ মন্দির কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *