
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনার রোটারী স্কুলের সুবর্ণজয়ন্তী (৫০ বছর পূর্তি) উপলক্ষে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। সকালে স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়।
শোভাযাত্রাটি খালিশপুর গাবতলা থেকে পৌরসভা মোড় হয়ে পুনরায় রোটারী স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বেলুন ও কবুতর উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দার।
অনুষ্ঠান সূচি অনুযায়ী কেক কাটা, ‘আলোকিত হোক আগামীর স্বপ্ন’ শীর্ষক মুক্ত আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়। প্রাক্তন শিক্ষার্থীদের দীর্ঘদিন পর একে অপরকে দেখে আবেগে জড়িয়ে ধরতে এবং আনন্দে নাচতে দেখা যায়। বৃষ্টিকে উপেক্ষা করে তাদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।
২০০০ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী সালেহীন আহমেদ রোমেল বলেন, “এতদিন পর বন্ধুদের সঙ্গে দেখা করে যেন আবার ছোটবেলায় ফিরে গেছি। লন্ডনে ব্যবসা রেখে শুধু এ অনুষ্ঠানে যোগ দিতে এসেছি।”