বৃহস্পতিবার, অক্টোবর ৯

খুলনায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপিত — রেঞ্জ ডিআইজি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রিজাউল হক পিপিএম। তিনি বলেছেন, পূজা মণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মোবাইল টিমও সতর্ক অবস্থায় রয়েছে। আশা করা যাচ্ছে, দুর্গোৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

গতকাল বুধবার (১ অক্টোবর) দুপুরে ডুমুরিয়ার ট্রানজিড এলাকার চুকনগর শ্রীশ্রী মাতৃমঙ্গলা সার্বজনীন মন্দির তীর্থ কমপ্লেক্সে মহানবমী অনুষ্ঠান পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পর্ষদের সভাপতি ব্যবসায়ী জয়দেব আর্ঢ্য।

মন্দির কমিটির সভাপতি রমেন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবী, খুলনা জেলা পুলিশ সুপার এটিএম মোশারফ হোসেন, মহানগর বিএনপি সভাপতি এড. শফিকুল আলম মনা, এএসপি (সার্কেল-বি) খায়রুল আনাম, আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, ডুমুরিয়া থানার ওসি মোঃ মাসুদ রানা ও হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান চানু।

এছাড়া জেলা বিএনপি নেতা আশরাফুল আলম নান্নু, হাফিজুর রহমান মনি, একেএম শহিদুল আলম, সজিব তালুকদার, মঞ্জুর হাসান অপু, জাহাঙ্গীর আলম, মোল্লা কবির হোসেন, সরদার আব্দুল মালেক, শেখ ফরহাদ হোসেন, মশিউর রহমান লিটন, শেখ শাহিনুর রহমান, আশুতোষ নন্দী, জয়দেব মণ্ডল, ইন্দ্রজিৎ দেব, হাসানুজ্জামান এম এ সালাম, কবির হাসান ডাবলু, শেখ কামাল হোসেন, শেখ মফিজুর রহমান, মাহাবুর রহমান, প্রশান্ত ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ চুকনগর নন্দী বাড়ি দুর্গা মণ্ডপও পরিদর্শন করেন।

অন্যদিকে, সাতক্ষীরার পাটকেলঘাটা প্রতিনিধি জানান, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রধান ফোকাল পয়েন্ট কর্মকর্তা) শেখ জয়নুদ্দীন পিপিএম বুধবার কুমিরা সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ ও পাটকেলঘাটা কালি মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ তৎপরতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। সম্প্রীতির বন্ধন রক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ রয়েছে।”

এ সময় তালা এসিল্যান্ড অফিসের নাজির মোঃ নুরুল আমিন, বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মন্দির কমিটির সভাপতি ডাঃ স্বদেশ কুমার বলেন, অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীনের আগমন পূজারীদের মনে নতুন উদ্দীপনা ও নিরাপত্তার বার্তা দিয়েছে। তাঁর উপস্থিতি সবাইকে অনুপ্রাণিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *