
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||
সিরাজগঞ্জ পৌরসভার জলবায়ু ক্ষতিগ্রস্ত ১০ জন বস্তিবাসী সদস্যের মাঝে অনুদান হিসেবে মোট ৪২,৫০০ টাকা বিতরণ করা হয়েছে। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়িত Enhance Resilience Capacity of the Climate-induced People (ERCCP) প্রকল্পের আওতায় এটি বিতরণ করা হয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম নিজ দপ্তরে এ অনুদান বিতরণ করেন। এতে প্রকল্পভুক্ত প্রত্যেক সদস্যকে ৪,২৫০ টাকা করে দেওয়া হয়, যা তাদের ক্ষতিগ্রস্ত আয়বর্ধনমূলক কার্যক্রম পুনরায় চালু করতে সহায়তা করবে।
অনুদান প্রাপ্তরা হলেন—মোছাঃ মহেলা বেগম, মোছাঃ রুমা খাতুন, মোছাঃ গোলেনুর বেগম, মোছাঃ ফোয়ারা খাতুন, মোছাঃ রশনী খাতুন, মোছাঃ রেশমা বেগম, মোছাঃ শেফালী বেগম, মোছাঃ কাকলী খাতুন, মোছাঃ পারুল খাতুন ও মোছাঃ হামিদা বেগম।
উল্লেখ্য, সিবিএফ-ব্র্যাকের আর্থিক ও কারিগরি সহায়তায় ২০২৩ সালের জানুয়ারি থেকে সিরাজগঞ্জ পৌরসভায় এ প্রকল্প বাস্তবায়ন করছে এনডিপি। এর আওতায় এখন পর্যন্ত ২ হাজার সদস্যকে বিভিন্ন আয়বর্ধনমূলক কাজে অনুদান প্রদান ছাড়াও নলকূপ স্থাপন ও সংস্কার, সোলার ওয়াটার প্লান্ট স্থাপন, পয়ঃনিষ্কাশন উন্নয়ন, পারিবারিক পায়খানা নির্মাণ এবং জলবায়ু সহিষ্ণ ঘর মেরামতসহ নানা কার্যক্রম চলমান রয়েছে।
অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনডিপি’র উপ-পরিচালক (এমএন্ডই) কাজী মাসুজ্জামান, সিরাজগঞ্জ পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম সরকার, প্রকল্প ব্যবস্থাপক মোঃ আবদুস ছালাম সরকার এবং লাইভলিহুড কর্মকর্তা শামিমা নার্গিসসহ অন্যান্য প্রকল্প কর্মকর্তা। এছাড়াও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।