
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা সিটি কর্পোরেশনের আয়োজনে ইপিআই কর্মসূচির আওতায় টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষ্যে আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নগর স্বাস্থ্য ভবনের সম্মেলনকক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি খুলনার বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার বলেন, “টাইফয়েড টিকা ক্যাম্পেইন সফল করতে প্রচার বৃদ্ধি ও গুজব প্রতিরোধে জনসচেতনতা অপরিহার্য। নির্দিষ্ট দিনে শিক্ষার্থীরা টিকা নিতে টিকাদান কেন্দ্রে আসতে অভিভাবকদের উৎসাহিত করতে হবে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও টিকাটি সম্পূর্ণ নিরাপদ।”
সভায় খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোঃ মুজিবুর রহমান, সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুন, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম ও বিশ^ স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. নাজমুর রহমান সজিব বক্তব্য দেন।
অ্যাডভোকেসি সভায় জানানো হয়, কেসিসি এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে এক লাখ ৭৩ হাজার শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইন আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। প্রথম দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং পরবর্তী দুই সপ্তাহ কমিউনিটি পর্যায়ে টিকা প্রদান করা হবে। নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে একডোজ টিকা প্রদান করা হবে। টিকা পেতে জন্মনিবন্ধন সনদের তথ্য দিয়ে www.vaxepi.gov.bd
ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। জন্মনিবন্ধন না থাকলে খুলনা স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করে ম্যানুয়ালি রেজিস্ট্রেশন করা যাবে।