
|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় উপজাতীয় দুষ্কৃতিকারীদের হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাসদস্য ও পুলিশসহ ১৬ জন ছাড়াও সাধারণ মানুষ অনেকেই আহত হয়েছেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতির মাধ্যমে গভীর দুঃখ প্রকাশ করে জানিয়েছে, হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। এছাড়া পরিস্থিতি শান্ত রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরে থাকার আহবান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে এবং তদন্ত কার্যক্রম চলছে। সংশ্লিষ্টদের সহযোগিতা কামনাও করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন মোহাম্মদ ছাবের জানিয়েছেন, নিহত তিনজনের মরদেহ খাগড়াছড়ি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তারা গুইমারা থেকে আনা হয়েছে, তবে এখনও তাদের পরিচয় শনাক্ত হয়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। জেলা সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে, ফলে পুরো এলাকা থমথমে হয়ে গেছে।