
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি ||
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মহাদেবপুর ইউনিয়নের একটি কালীমন্দিরে দু’টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৭, সেপ্টেম্বর) স্থানীয় সূত্রে এই ঘটনা জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার গভীর রাতে কে বা কারা মহাদেবপুর ইউনিয়নের ভবানীপুর বিশ্বাসপাড়া কালীমন্দিরে দু’টি প্রতিমার মাথা ও হাত ভেঙ্গে রেখে যায়। পরে শনিবার সকালে স্থানীয়রা ভাঙচুরের বিষয়টি লক্ষ্য করে মন্দির কমিটির সভাপতি রঞ্জন বিশ্বাসকে খবর দেয়।
এ বিষয়ে রঞ্জন বিশ্বাস বলেন, সকালে স্থানীয়রা আমাকে প্রতিমা ভাঙচুরের বিষয়ে খবর দিলে আমি দ্রুত মন্দিরে ছুটে যাই। দেখি দুটি মূর্তির মাথা ও হাত ভাঙা অবস্থায় পড়ে আছে। আমাদের এই মন্দিরটি গ্রামের নির্জন স্থানে অবস্থিত হওয়ায় সেটি অরক্ষিত ছিল। সেই সুযোগে দুষ্কৃতিকারীরা এ কাজটি করেছে।
তিনি আরো বলেন, আমাদের গ্রামে হিন্দু-মুসলমান সবাই মিলেমিশে বসবাস করি। এখানে কোনো ধরনের সাম্প্রদায়িক বিভেদ নেই।
এই হিন্দু নেতা বলেন, আমাদের কোনো পূজা স্থানীয় মুসলমানদের সহযোগিতা ছাড়া অনুষ্ঠিত হবে, আমার তা কল্পনাও করতে পারি না। আমরা ঈদ ও পূজা একইভাবে উৎসবমুখরভাবে পালন করি। বিগত ১০০ বছরেও এমন কোনো ঘটনা ঘটেনি। আমরা হিন্দু-মুসলিম ভাই ভাই। আমাদের ধারণা, বর্তমান সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য এই কাজ করছে।
পুলিশ সুপার জনাবা ইয়াসমিন আক্তার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনার জন্য অভিযান চলমান রয়েছে।