বৃহস্পতিবার, অক্টোবর ৯

হিংস্র নেতানিয়াহুকে জাতিসংঘে বক্তব্যের সুযোগ দেওয়া কলঙ্কজনক: অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া

|| নিজস্ব প্রতিবেদক ||

মানবতার শত্রু, গাজায় হাজার হাজার মানুষ হত্যা ও লক্ষ লক্ষ মানুষের বসতবাড়ি ধ্বংসকারী ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে জাতিসংঘ কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া। শনিবার (২৭ সেস্টেম্বর) বাদ মাগরিব সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে মজলিসে আমলের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির স্বাগত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেন, পৃথিবীর সবচেয়ে ব্যর্থ সংস্থা জাতিসংঘ। জাতিসংঘ নামক ব্যর্থ সংস্থার প্রয়োজনীয়তা বিশ্বে আছে বলে মনে হয় না। কারণ, যে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই লক্ষ্য-উদ্দেশ্য পূরণে জাতিসংঘ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

মজলিসে আমলের মাসিক বৈঠকে উপস্থিত ছিলেন, আন্দোলনের সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান, জয়েন্ট সেক্রেটারী অধ্যাপক মাওলানা মুহিবুল্লাহ নাসির, অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমাদসহ মজলিসে আমলের অন্যান্য দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।

বৈঠকে আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন সাহেবের শ্বশুর আলহাজ্ব আব্দুল খালেক সাহেবের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানানো হয়। এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। বৈঠকে আগামী এক মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। বিশেষ করে আন্দোলনের প্রতিষ্ঠাতা মরহুম মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ:) এর সাহিত্যকর্ম ও রাজনৈতিক চিন্তা দর্শনের উপর আগামী ১০ অক্টোবর দিনব্যাপী দুই সেশনে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য সেমিনার সফল করার বিষয়ে আলোচনা হয়। এছাড়াও আগামী ১ অক্টোবর সকাল ৭ টায় ঢাকা, আজিমপুরস্থ মরহুমের কবর জিয়ারত ও বিকেল ৫ টায় কেন্দ্রীয় কার্যালয়ে কুরআনখতমের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *