
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যমকর্মীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবের শহীদ হুমায়ুন কবির বালু মিলনায়তনে বিভাগীয় জেলা তথ্য অফিস আয়োজিত ‘টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন ওয়ার্কশপ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ওয়ার্কশপে জানানো হয়, খুলনা বিভাগে শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে মোট ৪২ লাখ ৮৪ হাজার ৫৭৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শুক্রবার সকাল পর্যন্ত ১৩ লাখ ১০ হাজার ৬৯ জনের অনলাইন নিবন্ধন সম্পন্ন হয়েছে, যা লক্ষ্যমাত্রার ৩১ শতাংশ।
সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে মাগুরায় (৫২ শতাংশ)। তুলনামূলক কম হয়েছে খুলনা সিটি করপোরেশন (২০ শতাংশ), খুলনা জেলা (২১ শতাংশ) ও বাগেরহাটে (২০ শতাংশ)। অন্যদিকে চুয়াডাঙ্গায় ৩৭, যশোরে ৩৮, ঝিনাইদহে ২৮, কুষ্টিয়ায় ২১, মেহেরপুরে ৩৪, নড়াইলে ২৮ এবং সাতক্ষীরায় ৩৮ শতাংশ নিবন্ধন সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব আহ্বায়ক এনামুল হক, ইউএনবি প্রতিনিধি শেখ দিদারুল আলম, উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান ও সিভিল সার্জন দপ্তরের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।
স্বাগত বক্তব্য দেন বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপপরিচালক মো. ইব্রাহিম-আল-মামুন।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়ক ডা. মো. আরিফুল ইসলাম।