বৃহস্পতিবার, অক্টোবর ৯

মানিকগঞ্জে তনুরত্ন দোকান থেকে চুরি হওয়া ১৩৩ বস্তা চাল উদ্ধার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি ||

মানিকগঞ্জ জেলা শহরের খালপাড়ে তনুরত্ন নামের একটি চালের দোকান থেকে চুরি হওয়া ১৩৩ বস্তা চাল উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

পুলিশের একটি টহল টিমের তৎপরতা এবং প্রায় ৪০ মিনিটের অভিযানের পর জরিনা কলেজ মোড় থেকে চালসহ একটি পিকআপ ভ্যান আটক করা হয়। তবে এ ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে একদল দুষ্কৃতিকারী শহরের খালপাড়ে অবস্থিত তনুরত্ন চালের দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা একটি পিকআপ ভ্যানে করে ১৩৩ বস্তা চাল নিয়ে যায়। এসময় সদর থানার নিয়মিত টহল পুলিশের একটি টিম ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় দোকান খোলা দেখতে পায়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তারা দ্রুত থানায় সংবাদ দেয়।

খবর পেয়ে ওসি এস এম আমান উল্লাহ তাৎক্ষণিকভাবে একাধিক টিম গঠন করে অভিযানে নামেন। টানা তল্লাশি ও ধাওয়া শেষে প্রায় চল্লিশ মিনিট পর পশ্চিম দাশড়া এলাকার জরিনা কলেজ মোড়ে চুরি হওয়া চাল বোঝাই পিকআপ ভ্যান ফেলে রেখে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে সদর থানার ওসি এস এম আমান উল্লাহ গণমাধ্যমকে বলেন, “টহল পুলিশ খবর দিলে আমরা দ্রুত অভিযান শুরু কর। পিকআপ ভ্যানটি প্রথমে সিংগাইরের দিকে যাওয়ার চেষ্টা করছিল, পরে আবার শহরে ঢোকার চেষ্টা করে। প্রায় আধা ঘন্টার ধাওয়ার পর জরিনা কলেজ মোড়ে ভ্যানটি আটক করা সম্ভব হয়। তবে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

বর্তমানে উদ্ধার হওয়া ১৩৩ বস্তা চাল এবং পিকআপ ভ্যান সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশের দাবি, অতি শীঘ্রই দুষ্কৃতিকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *