বৃহস্পতিবার, অক্টোবর ৯

ডুমুরিয়া-ফুলতলায় বিশাল ছাত্র-যুব সমাবেশ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মানব রচিত আইন দিয়ে নয়, আল-কুরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি, চুরি, ধর্ষণ ও খুন বন্ধ করা সম্ভব। তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, “আগামী নির্বাচনে খুনী, চাঁদাবাজ ও মাস্তানদের বিরুদ্ধে তরুণ ভোটারদের লড়াই হবে।” শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে এবং বিকেলে ফুলতলা স্বাধীনতা চত্বরে পৃথক দু’টি ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, কারিগরি দক্ষতা বৃদ্ধি ও বেকার সমস্যার সমাধান করবে। “ডুমুরিয়া-ফুলতলার দীর্ঘদিনের জলাবদ্ধতার মূল কারণ বিল ডাকাতিয়াকে কেন্দ্র করে মহাপরিকল্পনা নেওয়া হবে। এ অঞ্চলকে ব্যবসায়িক হাবে রূপান্তর করা হবে। শিক্ষা শেষে চাকরি না হলে বেকার ভাতা দেওয়া হবে,” যোগ করেন তিনি।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ আমলে জামায়াতের ১১ শীর্ষ নেতাকে হত্যা করা হলেও দল আজ ক্ষমতার দ্বারপ্রান্তে। তিনি দাবি করেন, জামায়াত ক্ষমতায় গেলে শুধু মুসলিম নয়, সব ধর্মের মানুষ ও নারী সমাজ সর্বোচ্চ মর্যাদা পাবে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ফ্যাসিবাদ বিদায় হলেও লড়াই শেষ হয়নি। নতুন ভবিষ্যৎ গড়তে তিনি তরুণ ভোটারদের দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জামায়াতই একমাত্র দল যারা জনগণকে মাথায় তুলে রাখবে এবং কালো টাকার প্রভাব ও কেন্দ্র দখলের রাজনীতি প্রতিহত করবে।

এসময় খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, জেলা আমীর মাওলানা এমরান হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। সমাবেশে জামায়াতের হিন্দু কমিটির নেতারাও উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে ইসলামী সঙ্গীত পরিবেশন ও কুরআন তেলাওয়াত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *