বৃহস্পতিবার, অক্টোবর ৯

মানিকগঞ্জ মহিলা দলের নেত্রী পলির সকল পদ স্থগিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি, (মানিকগঞ্জ) ||

সাটুরিয়া উপজেলা মহিলা দলের সভাপতি ও জেলা মহিলা দলের প্রচার সম্পাদক রাহা মাহমুদা পলির সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের কারণে তার পদ স্থগিত করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাহা মাহমুদা পলির বিরুদ্ধে জমি দখল, মাদক ব্যবসা ও এলাকা মানুষের উপর নির্যাতনের নানা অভিযোগ উঠেছে।

জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ জানান, এসব অভিযোগের কারণে দলে অসস্তি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যাতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *