বৃহস্পতিবার, অক্টোবর ৯

আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডের জন্য মনোনীত প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

|| নিজস্ব প্রতিবেদক ||

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের একটি দল আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২৫ এ অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছে। এই আন্তর্জাতিক অলিম্পিয়াডটি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে তারা তাদের প্রযুক্তিগত দক্ষতা এবং সৃজনশীলতাকে প্রদর্শন করতে পারবেন। আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড আগামী ৩০ অক্টোবর হংকং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

গত সোমবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৫-এ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ‘Error 404: Sleep Not Found’ দল প্রথম ১০ টি দলের মধ্যে জায়গা করে নেওয়ায় তারা এই মনোনয়ন লাভ করেছেন।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের এই দলে মোট ৬ জন সদস্য ছিলো: শিহাব সরার (টিম লিডার ও এআই আর্কিটেক্ট), জয়নাল আবেদিন, উদীপ্ত মণ্ডল, আদিত্তা মোরশেদ, শাকিল আহমেদ ও সন্দীপন বিশ্বাস।

প্রতিযোগিতায় মোট দুটি ক্যাটেগরি ছিল: ব্লকচেইন ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির টিম তাদের প্রস্তাবিত “Falcon AI” যা একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্লকচেইন-ভিত্তিক Border Surveillance System। এর মাধ্যমে সীমান্তের কাঁটাতারের বেড়ার নিকটে অবস্থানরত ব্যক্তিদের শনাক্ত করা হয় এবং Push-in / Push-out পরিস্থিতি রিয়েল-টাইমে চিহ্নিত করা হয়। প্রজেক্টের ডেটা লগিং ও প্রমাণ সংরক্ষণে ব্লকচেইন ব্যবহার করা হয়েছে যা নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করবে।

ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৫-এর প্রথম ধাপে বাংলাদেশের অধিকাংশ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক টিম অংশগ্রহণ করে। এদের মধ্যে বাছাইকৃত টিমগুলো চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হয়।

ফাইনাল রাউন্ডে প্রতিটি দলের জন্য ছিল ১০ মিনিটের প্রেজেন্টেশন, প্রোটোটাইপ প্রদর্শন এবং ১০ মিনিটের প্রশ্নোত্তর পর্ব। বাংলাদেশের বিশেষজ্ঞ শিক্ষাবিদগন ও ইন্ডাস্ট্রি ব্যক্তিত্বরা প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেছেন।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এই সফলতার জন্য টিমের সকলের সম্মিলিত পরিশ্রম, কোচ প্রান্ত দেব এর গাইডলাইন, সর্বোপরি CSE ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডঃ শহিদুল ইসলাম খান নাঈমের সহায়তা ও অনুপ্রেরণা অনুঘটকের ভূমিকা পালন করেছে।

এই সাফল্য দেখিয়ে দিলো যে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধুমাত্র একাডেমিক পড়ালেখা নয়, বাস্তব জীবনের জটিল সমস্যা সমাধানেও বিশ্বমানের উদ্ভাবনী সমাধান দিতে সক্ষম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *