বৃহস্পতিবার, অক্টোবর ৯

বেলকুচিতে ভুয়া সাংবাদিকের তাণ্ডব, বিভ্রান্তিতে সাধারণ মানুষ

|| বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

সিরাজগঞ্জের বেলকুচিতে ভুয়া সাংবাদিক পরিচয়ে একদল প্রভাবশালী ব্যক্তির তাণ্ডবে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ও ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক ছত্রছায়ায় থাকা রেজাউল করিম নামের এক ব্যক্তি মোটরসাইকেলে সাংবাদিক স্টিকার ব্যবহার করে এলাকায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, পক্ষপাতমূলক সংবাদ প্রকাশ, সালিশ-বিচারে হস্তক্ষেপসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাড়ায় মোটরসাইকেল চালক হিসেবে কাজ করা রেজাউল করিম এখন নিজেকে সাংবাদিক পরিচয়ে একাধিক সংগঠনের নেতা দাবি করছেন। তার নেতৃত্বে কিছু তরুণ আইডি কার্ড সংগ্রহ করে “সাংবাদিক” পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার করছে। এতে প্রবীণ ও পেশাদার সাংবাদিকদের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে।

অভিযোগ রয়েছে, রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে টাকা নিয়ে পক্ষপাতমূলক সংবাদ প্রকাশ, জমি-বাড়ির বিরোধে পক্ষ নেওয়া, থানায় দালালি, এমনকি মাদক ব্যবসায়ীদের কাছ থেকেও টাকা আদায় করছে এই সিন্ডিকেট। এসব ঘটনায় একাধিকবার স্থানীয়দের হাতে লাঞ্ছিতও হয়েছেন তিনি।

সম্প্রতি উপজেলার আব্দুলপুর গ্রামের হাফিজুল ইসলাম তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন, যা বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর তদন্তাধীন রয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত রেজাউল করিমের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

স্থানীয় প্রবীণ সাংবাদিকরা জানান, কিছু ভুয়া সাংবাদিকের অপকর্মের কারণে গণমাধ্যমের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *