
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা সদর থানা পুলিশ অসামাজিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে। কেএমপি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত জানা যায়,
রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নগরীর হোটেল আর্কেডিয়া আবাসিক, হোটেল গার্ডেন আবাসিক এবং হোটেল সবুজ বাংলা আবাসিকে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— সোহাগ শেখ (৩৪), পিতা-মোঃ সবুজ শেখ, সাং-পার মচন্দুপুর গাজীরহাট, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা। শাহবুদ্দীন শেখ (৩৯), পিতা-সিরাজুল ইসলাম শেখ, সাং-মহিষাঘুনি, থানা-রুপসা, জেলা-খুলনা। জাহাঙ্গীর হোসেন (৬০), পিতা-মৃত আকুব আলী খান, সাং-সোনাডাঙ্গা আ/এ ১ম ফেজ, থানা-সোনাডাঙ্গা। সেলিম খান (৪০), পিতা-মোঃ মোসলেম খান, সাং-ব্রক্ষ্মকাঠি, থানা-কেশবপুর, জেলা-যশোর। আছিয়া খাতুন (২৫), পিতা-হায়দার মোল্লা, সাং-হড্ডা, থানা-পাইকগাছা, জেলা-খুলনা। ফাতেমা (২০), পিতা-জাকারিয়া হাওলাদার, সাং-ফুলবাড়ি গেট, থানা-খানজাহান আলী, জেলা-খুলনা। শ্রাবন্তী মন্ডল (২৬), পিতা-সুজিত মন্ডল, সাং-হাটবাড়ী, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা। আমেনা বেগম (৩০), পিতা-সরোয়ার মোল্লা, সাং-কাঁঠালতলা, থানা-মোল্লাহাট, জেলা-বাগেরহাট। পল্টু মোল্লা (২৮), পিতা-মৃত গহুর মোল্লা, সাং-মল্লিকপুর মধুপুর, থানা-তেরখাদা, জেলা-খুলনা। শীলা খাতুন (২২), পিতা-জয়নাল ব্যাপারী, সাং-দেয়ানা, থানা-দৌলতপুর, জেলা-খুলনা। রনি শেখ (২০), পিতা-সালাম শেখ, সাং-বেলফুলিয়া, থানা-রুপসা, জেলা-খুলনা। বাসনা রানী (২৫), পিতা-বিকাশ দাস, সাং-শ্রীধরপুর, থানা-অভয়নগর, জেলা-যশোর। শারমিন আক্তার (১৯), পিতা-শরিফুল গাজী, সাং-গল্লামারী, থানা-হরিণটানা, জেলা-খুলনা। জান্নাতুল ফেরদৌস (১৯), পিতা-কবীর মোহাম্মদ, সাং-পূর্ব বানিয়াখামার চৌধুরী গলি, থানা-খুলনা সদর। আনারতী দাস (৩০), পিতা-চৈতন্য দাস, সাং-শোলমারী, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা। মিম আক্তার রিয়া (১৯), পিতা-মোঃ রফিকুল বেগ, সাং-বয়রা, থানা-খালিশপুর, জেলা-খুলনা। আছমা বেগম (৩০), পিতা-আজিম শেখ, সাং-কুমারখালী, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া। শিখা বেগম (২৩), পিতা-জামাল হোসেন, সাং-মুড়ুলীর মোড়, থানা-কোতয়ালী, জেলা-যশোর। জান্নাতুল (২৪), পিতা-শহীদ খান, সাং-তারাপুর, থানা-নড়াইল সদর, জেলা-নড়াইল।রুবিনা খাতুন (২৭), পিতা-মোঃ জামাল হোসেন, সাং-মুড়ুলীর মোড়, থানা-কোতয়ালী, জেলা-যশোর।
খুলনা মেট্রোপলিটন পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।